অ্যান্ড্রয়েড ফোনে গ্রিন লাইন বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর। ব্র্যান্ডের অনেক ফোনেই এই সমস্যা দেখা দেয়। তবে এটি কখনো সফটওয়্যার ত্রুটি, কখনো হার্ডওয়্যার খারাপ হওয়ার ফলেই হতে পারে। কখনো গ্রিন লাইনটি ওপরের দিক থেকে নিচ পর্যন্ত দেখা যায়, কখনো তা ঝলমল করতে থাকে বা কালো অংশ ও অন্য রঙের দাগের সঙ্গে মিশে যায়।